[:bn]ওই পৃথিবীর কথা কথা[:]

[:bn]ওই পৃথিবীর কথা কথা[:]

March 18, 2018

[:bn]ধরে নিন সুনীলদা এই রকম একটা সময়
দশটি বছর দশটি পর আপনি ধানসিঁড়ি নদীর কিনারে দাঁড়িয়ে আছেন কোন এক পৌষের রাতে। দাঁড়িয়ে আছেন ক্লান্ত,শ্রান্ত– হাঁটছেন তো …..আর পারছেন না তাই……একটু জিরিয়ে নিতে চাইলেন ।
সেই তখন-রাতের আকাশ নদীতে তার সাদা ছায়া ফেলেছে যেন…… উলঙ্গ নদী চাঁদ আলো মাখা মায়াবী কুয়াশায় তার শরীর ঢেকে নিতে চাইছে। হিমেল হাওয়ার ভেতর দেখলেন মিশে আছে গোবিন্দ নিহালনি ,রাজকুমার সন্তোষীর অন্ধকার যন্ত্রণা….
সেই সময়, ঠিক সেই সময় জীবনের সবটুকু- ফেলে উধাও দুপুর থেকে ছুটে আসা ছুটে আসা রিক্ত মানবী
কাছে এসে কপালকুন্ডলার মতো শুধাল একবার শুধু, কাউকে চাইছেন বুঝি ?
আপনি কি জানেন কবি এ পৃথিবীর পিঠ পুড়ছে, পুড়েই চলেছে কিছুদিন হল…..
ভালোবাসা হারিয়েছে মানুষ।…..
আপনি কি কাউকে খুঁজছেন কবি ?

আপনি,অথবা আপনি এদের কি কেউ ?
দান্তে বিয়েত্রিচের
পুরুরবা যে উর্বশীর ?
দুশমন্ত যে শকুন্তলার ?
অমিত যে ছিল লাবন্যর ?
পেত্রার্ক কি লরার ?
জুলিয়েটের রোমিও ?
আপনি তো অন্ত হতে ভালোবাসতেন–শুধু এলার জন্য ?
বাসবদত্তার উপগুপ্ত কেমন প্রেমিক ছিলেন ?
কবি আরেকবার যদি বলেন —- ট্রাজেডিই কি প্রেমিক – জীবনের সব ?
যারা সারাজীবন প্রেমের জন্য প্রতীক্ষা করে, মিলিত হতে পারে না
তারাই কি সত্যি অসাধারণ ?
কেন আপনার এলা অন্তুকে এত মনে পড়ত ?
কেন চার -অধ্যায় আপনার প্রিয় উপন্যাস ?
রাবণ আপনার পছন্দের প্রেমিক ? সীতাকে ফোর্স করেনি বলেই ?

মাত্র কয়েকবার দান্তে বিয়েত্রিচে-কে দেখেছিলেন। তবু সারাজীবন তাকে আপনি–
যেমন- নীরাকে, তেমন করে সে কবি মনে রেখেছিলেন । কেন কবি ?
আপনি এবং আপনারা কেউই পৃথিবীকে প্রেম দিয়ে রক্ষা করতে পারলেন না।

কবি এ মুহূর্তে আপনি এই ধানসিঁড়ি নদীর কিনারে দাঁড়িয়ে নীরাকে দেখতে চাইবেন
সেই পৃথিবীর মতো ?

কল্যাণ মৈত্র

[:]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *