[:bn](আট বছর বয়সে ধর্ষিতা,হাইস্কুলে পড়ার সময় কুমারী মা, কিছুকাল বেশ্যাবৃত্তীয় করেছিলেন, কিন্তু সেই কালো মেয়েটি একদিন হয়ে ওঠেন আমেরিকার সর্বজনশ্রদ্ধেয় নারী)
নদীর মত নরম প্রথম, দ্বিতীয় বা পঞ্চম অথবা অষ্টম
তরঙ্গ তুলে ধরার উচ্ছ্বাস !
সহসা কঠিন কালো তৃষ্ণায় কেটে কেটে যায় অন্ধকারের করাত !
পড়ে থাকা নিঃসঙ্গ, শূন্য ,অসহায় শিরাফোলা হাত ।
সেই হাতের কতখানি কষ্ট, কতখানি কম্পন বোঝার
মতো
এই কি তার বয়স !
শরীরের কোন খাদে কতখানি নেমেছে ধস !
মনটুকু সার, আর সবকিছু পিচঢালা অন্ধকারের মতো.......
এই পাথুরে অন্ধকার যা হাত দিয়ে সরানো যায় না !
তবু মেয়েটি সরাতে চায় ....যেভাবে জন্মহীন পাথরের
বুকে
শিকড়ের জন্মযাত্রা রণ । যেভাবে দাবানলের ভেতর
হাঁটতে হাঁটতে পার হওয়া সুসভ্যতার বন !
নিজের রক্তে ফোটানো পোড়া পোড়া ফুল !
কতগুলো আঙ্গুল পাপড়ি টেনে ধরেছিল !
কতগুলো সুচাগ্রজিভ শব্দ করেছিল !
কতগুলো মরিচাদাঁত হায়নার মত হেসেছিল !
কতগুলো বাঁকাচোখ রসে পিটপিট করছিল !
মেয়েটি ভুলে যায়নি, হিসাবও রাখেনি।
ভুলে যাওয়া কি যায় জীবনের ইতিহাস-ভূগোল !
প্রতিটি বাধা আসলে ধাপ ! ধাপের পর ধাপ.....
পতন যতই অন্ধকার ডেকে ডেকে আনুক না কেন !
বুকের মধ্যে জাগিয়ে রাখা নিজস্ব আলোর সিঁড়ি ।