আ শি স সা ন্যা ল
সর্বস্ব তোমাকে দিয়ে আজ আর কিছু নেই দ্বিধাহীন অন্যত্র দেবার মেঘ বলে : আছে এখনো বাতাস এসে হাওয়া দেয়-- ফুল ফোটে-- প্রজাপতি বসে রোজ দোপাটির গাছে।
কোথাও সূর্যাস্ত নেই আমার আকাশে দেখি শুধু সূর্যোদয়। প্রতিটি দিনের শেষে রাত্রি নামে নির্জন আঁধারে তারপর জন্ম নেয় আরেক বিস্ময়।
জীবন বহতা নদী জানি তার সবখানে ছন্দময় গতি প্রতিটি আঁধারে জানি শুরু হয় জন্মান্তের আরেক প্রস্তুতি। আশা রাখি তাই আজো সর্ব অসম্ভবে-- মেঘ বলে : হবে স্রোতের প্লাবিত নীলে ফের সব হবে।
[:]Copyright © 2024 Dev Sahitya Kutir Pvt. Ltd. All rights Reserved
Design & Developed By SR SOLUTIONS