[:bn]১৯৭৯ সালে একটি ফোর্ড ক্যালকনকে পরিবর্তিত করা হয়েছিল বুক ট্যাংকে। একসময় যুদ্ধে এটি ব্যবহার করা হয়েছিল। তোমার শুনলে আরও খুশি হবে যে বহু মানুষ ব্যক্তিগতভাবে এই লাইব্রেরিতে বই দান করেছেন। এটি তৈরি করা হয়েছে যাতে পথচারীরা যেতে আসতে এখান থেকে বই নিয়ে পড়তে পারেন। আমাদের এখানেও এরকম থাকলে বইপ্রেমীদের খুব মজা হত, তাই না?[:]