উপকরনঃ স্পঞ্জ কেক ১টি, ক্রিম ১ কাপ, ফ্রুট- আম, আপেল, চেরি, স্ট্রবেরি, কিউরি ইত্যাদি।
কেক তৈরির জন্যঃ ময়দা ১০০ গ্রাম,চিনি ১০০ গ্রাম, ভ্যানিলা ১ চা-চামচ, ডিম ২টি, বেকিং পাউডার ১ চা-চামচ, মাখন ১০০ গ্রাম।
প্রণালীঃ কেক তৈরির সমস্ত উপকরণ মিশিয়ে নিন। একটি পাত্রে ঢেলে বেক করে নিন। ঠান্ডা করে টুকরো করে নিন।
সমস্ত ফ্রুটস টুকরো করে কেটে নিন।
একটি সুন্দর পাত্রে সমস্ত কিছু মিশিয়ে নিন। ওপর থেকে ফেটানো ক্রিম ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন।