Menu

Min. Order value - INR 300 Delivery Charges Within Kolkata - Free In WB (outside Kol)- INR 75 EZ( Ori, Bih, Jhar) - INR 100 Others In India - INR 150 Outside India - on actuals

[:bn] রান্নাবান্না [:]

February 13, 2018
[:bn]

সফেদা বিরিয়ানি

উপকরণ -- ১/২ কেজি বাসমতি চাল, ১/২ কেজি মাঝারি কাটা মাংস , ১ চা-চামচ আদাবাটা, ১ চা-চামচ রসুন বাটা, ১ টেবিল-চামচ কাঁচা লঙ্কা,২ টি মাঝারী পেঁয়াজ পাতলা স্লাইস করে কাটা ,২৫০ মিলি টক দই ,৫০ মিলি ক্রিম ,১/২ কাপ দুধ ,রুচি মতো নুন,১/৩ কাপ সাদা তেল, ১/২ কাপ ঘি। প্রণালী -- চাল দিয়ে একটু শক্ত ও ঝরঝরে ভাত তৈরি করে রাখুন। মাংস ধুয়ে জল পুরোপুরি ঝরিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, ফেটানো টকদই ও ক্রীম মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। একটি তলাভারী ডেকচিতে তেল ও ঘি একসঙ্গে গরম করে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ সোনালী হলে মাংস দিয়ে ৫-৭ মিনিট কষুন ।আবার ১/২ কাপ গরম জল দিয়ে ১০ মিনিট কুকারে সেদ্ধ করুন। এবার তৈরি ভ্যাট ও মাংস একসঙ্গে হালকাহাতে মেশান। ওপরে দুধ ও একটু মাখন ছড়ান । ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট দমে রেখে পরিবেশন করুন । খুব হালকা কিন্তু অত্যন্ত সুস্বাদু এই বিরিয়ানি সেদ্ধ ডিমের টুকরো দিয়ে সাজিয়ে দেবেন ।

পোস্ত মুরগি

উপকরণ -- ১ কেজি চিকেন মাঝারি টুকরো করে কাটা, ৬ টি কাঁচা লঙ্কা, ১০০ গ্রাম পোস্ত বাটা, ১/২ কাপ টকদই, ২ চামচ ধনেগুঁড়ো, ২ চা চামচ জিরাগুঁড়ো, ১ চা-চামচ মরিচগুঁড়া, রুচিমতো নুন , ৪-৫ টেবিল-চামচ সরষের তেল। প্রনালীঃ পোস্তর সঙ্গে কাঁচালঙ্কাও বেটে নেবেন । টকদই ফেটিয়ে তার সঙ্গে সব মশলা মিশিয়ে চিকেন ভিজিয়ে রাখুন যতক্ষণ সম্ভব, অন্তত দুই ঘণ্টা। কড়ায় তেল গরম করে মশলা শুদ্ধ চিকেন দিয়ে কষুন । চিকেন থেকে জল বেরিয়ে ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আঁচ কমান।মাঝে মাঝেই নাড়বেন যাতে তলা ধরে না যায় । প্রয়োজনে সামান্য গরম জল দিতে পারেন। শেষের দিকে কাঁচালঙ্কাগুলি দেবেন চিকেন সেদ্ধ হয়ে গা- মাখা ঝোল হলে নামান।

শতরূপা

[:]
Dev Sahitya Kutir
Hello, how can we help you?
WhatsApp