শু ভ ঙ্ক র দা স
সম্পর্ক কত দূর ! সম্পর্কে কতখানি আলো-অন্ধকার ? পথিক যতখানি পথ পেরিয়ে আসে, ততখানি পথ সঙ্গে নিয়ে চলে না। চায় আশ্রয়। আশ্রয় না পেলে বেড়ে যায় পথ চলার ভার। আবার পথ চলতে হয়...... হৃদয় থেকে হৃদয়ে। শেষ পর্যন্ত পেলে আশ্রয় ..... সেখানে স্বরচিত সুখে বপন করা চলে বেদনার বীজ আর যাপন করা চলে সহজিয়া আয়ু-আকাশ। যা কোনদিন আশা করেনি, তাই পারাপারের নৌকার মত হৃদয়ের ঘাটে দাড়িয়ে থাকে। যা ছিল অপ্রাপ্তির অসম্ভব অন্ধকারে, তাই বিনত বারান্দায় রাবীন্দ্রিক রোদের মতো স্বচ্ছ, সুন্দর আলো দু'চোখ জুড়ে থাকে। সপুষ্পক সকালবেলার মতো স্থির হয়ে দাঁড়ায় সম্পর্ক ঠিকানা ..... যেখানে পুঞ্জীভূত শস্য, স্মৃতি, সোনা, হাওয়ার হাতপাখা সব আছে। মেঘ মন যেমন মাটির জন্য আঁকা, রঙিন ফুলে যেমন ভরা ধূসর শাখা, আলাপের জন্য যেমন প্রস্তাব সৌজন্য মাখা সব চোখে পড়ে পৌঁছলে আশ্রয়ের কাছে। এক হৃদয় পথেপ্রান্তে অপর হৃদয়ের কাছে কি চায় ! ভালোবাসা। ভালোবাসা পরে সম্পর্ক কি সরে সরে যায় ? বহুদূর ! সম্পর্ক কতদূর ? আমার ভেতরে তুমি, তোমার ভেতরে আমি যতদূর !
[:]Copyright © 2024 Dev Sahitya Kutir Pvt. Ltd. All rights Reserved
Design & Developed By SR SOLUTIONS