২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে দেব সাহিত্য কুটীরের পক্ষ থেকে আরও কিছু নতুন বই প্রকাশিত হল।
১। পৃথিবীর অন্যতম প্রাচীন পেশা গণিকাবৃত্তি। সমাজের মধ্যেই এই যৌনকর্মীরা বহু শতাব্দী ধরে অবস্থান করছেন। লেখক বিনোদ ঘোষাল আলোকপাত করেছেন এই গণিকা সমাজের মনোজগতে।এই পেশায় প্রবেশ করা এক তরুণীর জীবনের নানান চড়াই উতড়াইকে তুলে ধরেছেন তাঁর এই নতুন বই "রূপনগরের পিশাচিনী" গ্রন্থে।
২। দেবারতি মুখোপাধ্যায়ের "৭- শিহরণ"-এ রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য রুদ্ধশ্বাস সাতটি উপন্যাসিকা, যেগুলির পরতে পরতে আঁকা হয়েছে রমাঞ্চকর আতঙ্ক এবং উন্মোচিত হয়েছে কিছু অজানা সত্য।
৩। রহস্য সন্ধান সঞ্জয়ের নেশা। ছাত্রজীবন থেকেই সে ছুটে চলেছে রহস্যের পিছনে, নানান গোলকধাঁধার জটিল পথে। কুয়াশার জাল ছিন্ন করে কীভাবে সে রহস্যের উন্মোচন ঘটিয়ে সত্যকে প্রকাশ করে, সেই কাহিনিই লিপিবদ্ধ করেছেন লেখক সুনীল বন্দ্যপাধ্যায় তাঁর "গোয়েন্দা সঞ্জয়" গ্রন্থটিতে।
৪। দেশভাগ থেকে সাতের দশক অবধি বাংলাভাষাভাষী মানুষের জীবনে যে সুদীর্ঘ যন্ত্রণার অধ্যায় চলেছিল,তার দুটো প্রধান ধারার মধ্যে একটি কলকাতামুখী ও কলকাতাকেন্দ্রিক, আর অন্যটি বয়ে গিয়েছিল বাংলার বাইরে। এ-দেশের অন্য অঞ্চলে। লাঞ্ছনা, বিদ্রোহ আর রক্তপাতের এই সুবিপুল ট্র্যাজেডি কিভাবে বাঙালির জাতিগত চরিত্রেও সুদূরপ্রসারী ছাপ ফেলে গেছে সেটাই তুলে ধরেছেন লেখক দেবজ্যোতি ভটতাচার্য তাঁর "স্বাধীন দেশের মাটি" শীর্ষক বইটিতে।