সত্যদা বললেন, 'কে বলল গল্প বলব না? তাহলে শোনো সবাই-- একবার আমাদের মেদিনীপুরের গ্রামে ইন্দিরা গাঁধি গিয়েছিলেন। বুঝলে? খোদ প্রধানমন্ত্রী! সেবার খরায় মানুষ মারা যাচ্ছিল। সেই গ্রামে সাতজন পরপর মারা গিয়েছে। তাই নিয়ে হৈচৈ। ইন্দিরা গিয়ে বললেন, সরকারি অফিসারদের মুখ থেকে নয়, সমস্ত অভাব-অভিযোগ শুনবেন সাধারণ মানুষের কাছে। এদিকে গ্রামের মানুষ তো আর ইংরেজি বলতে পারে না। উনিও বাংলাটা তেমন বুঝতে পারেন না। তাহলে কে ওঁকে মানুষের সমস্যার কথা জানাবে?'
একটু দম নিয়ে সত্যদা শুরু করলেন, 'খোঁজ শুরু হল, এলাকায় স্কুলমাস্টার কে আছে। যিনি ইংরিজিতে প্রধানমন্ত্রীকে সমস্যার কথা নিবেদন করতে পারবেন। এমন সময় গ্রামের তারক বষ্টুম উঠে বলল, সে ইংরিজি বলতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবে। সরকারি অফিসারেরা তাকেই প্রধানমন্ত্রীর সামনে নিয়ে এলেন। তারক চিৎকার করে বলল, 'ইউ ভেরি গুড। আই ভেরি গুড। ইউ কাম, আই প্রে। গিভ খিচুড়ি। গিভ আলু, চাল, ডাল... তার কথা শুনে ইন্দিরাও হেসে ফেললেন। হাঃ হাঃ হাঃ-- গিভ আলু, চাল, ডাল।' ..............................
সৌজন্যে ঃ রানা সেনগুপ্ত
৫৯ বর্ষ, একাদশ সংখ্যা, ফেব্রুয়ারি, ২০১৯