[:bn]'এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'
এই শপথ বুকে নিয়েই Dev Sahitya Kutir Heritage Foundation এর পথ চলা। আসলে শিশু দের তো আমরাই অসহায় করে দিই। কখনো অবাঞ্ছিত জন্মের দায় বয়ে চলা, কখনো অপুষ্ট শরীরে সরীসৃপের মতো এঁকে বেঁকে চলা কোনো নোংরা হাতে র ছোঁয়া, কখনো ফুটপাতে আশ্রয় খোঁজা, কখনো ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে অপরাধের পথ বেছে নেওয়া- সবই আমাদের কৃতকর্মের ফল। এই শিশু দিবসে আসুন আমরা অঙ্গীকার করি সব রকম প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে ওদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সাহায্য করবো।[:]