পা র্থ জি ৎ গ ঙ্গো পা ধ্যা য়
চাঁদ ওঠে ,ফুল ফোটে, ওড়ে প্রজাপতি, সব আছে ঠিকঠাক , নেই ছেদ যতি ! জোছনায় যায় ভেসে রাখালিয়া মাঠ, 'আয় আয়' ,কাছে ডাকে বৃষ্টির ছাট ! নদী ছোটে দ্রুতলয়ে ,ছোট ছোট ঢেউ, এই আমি নেই ভালো --বলেছে কি কেউ ? বিষাদের ছায়া বাড়ে, নেই সুর গান, চারপাশ শুধু ধু ধু, ফাঁকা শুনশান !
ঘুমঘোরে চেয়ে দেখি, আলো দিয়ে ধোয়া, যার হাতে জাদুকাঠি পাই তার ছোঁয়া ! রূপো-গলা জোছনায় ধীর-পায়ে আসে, জুঁই ঝরে, টোল পড়ে যেই মৃদু হাসে ! এলোমেলো চুল ওড়ে,যায় মুখ ঢেকে, কিছু বুঝি নিল তুলে মাটি থেকে ঝুঁকে ! আমাকেই দেবে জানি ,আমাকেই দেবে, খুশি খুশি রোশনাই- কথা ভেবে ! এই ছিল এই নেই, থমথমে ফাঁকা, ভরা চাঁদ আকাশের লিকলিকে বাঁকা ! ছেঁড়া ছেঁড়া ছবি যত পাই চোখ বুজে, মনে বাজে রিনিঝিনি, ঠিক নেব খুঁজে !
[:]Copyright © 2024 Dev Sahitya Kutir Pvt. Ltd. All rights Reserved
Design & Developed By SR SOLUTIONS