দে বা শি স ব সু
হৃদি গানে লেখা হচ্ছ তুমি শিশিরের টুপটাপ গান ক্ষতের মতো দু:স্থ জন্মভূমি নিরুদ্দেশ চাঁদের সাম্পান।
সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখি জামা অগোছালো-আলুথালু বাড়ি তেষ্টার জল কে যে দেবে আমায় জীবন যেন কমার পরে দাঁড়ি । একটি বাক্যে নিভল জীবন শেষে ভুলেই গেছি শলমা আঁকা দিন নকশী কাঁথা রূপকথাপুর দেশে আকাশ জুড়ে তখন খুশির বীণ । গল্পে আছে অল্প আলোর গ্রাম মেঘের সারি নীলচে, হলুদ, লাল তোমার জন্য সবই পাঠালাম শরৎ তোকে উড়িয়ে দেব কাল ।
[:]Copyright © 2024 Dev Sahitya Kutir Pvt. Ltd. All rights Reserved
Design & Developed By SR SOLUTIONS